স্টাফ রিপোর্টারঃ জন্মদিনে নেতা-কর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় আরও একবার সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। রাত ১২ টা থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনেরা।তিনি সংগঠণের নেতা-কর্মী ও শিশু শিক্ষার্থীদের সাথে তার জন্মদিনের আনন্দ ভাগাভাগি করছেন ।আফজালুর রহমান বাবু’র শুভ জন্মদিন উপলক্ষে ১মার্চ ২০২২ খ্রিঃ, মঙ্গলবার বিকালে রাজধানীর ঢাকা কলাবাগান ক্লাব প্রাঙ্গণে এক আনন্দ অনু্ষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবক লীগ ও এর সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা। উক্ত অনু্ষ্ঠানে আফজালুর রহমান বাবু তিনি বিভিন্ন স্কুলের শিশু কিশোর বয়সী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,জ্যামিতি বক্স, রং পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এক আনন্দঘন পরিবেশে তিনি কেক কাটার মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও শিশু শিক্ষার্থীদের
সাথে তার জন্মদিন উদযাপন করেন।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় ও ভালোবাসায় আরও একবার সিক্ত হন আফজালুর রহমান বাবু।এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় জন্মদিনের আনন্দ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, নজিবুর রহমান নিপু, তৌহিদুর রহমান, সেলিম, আবু জাফর, রফিকুল হায়দার চৌধুরী, মোঃ ফয়সাল ও বিশিষ্ট জাহাজ ব্যাবসায়ী মাসুদ করিম এবং অসংখ্য নেতা কর্মীরা ।
আফজালুর রহমান বাবু গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়, ধন্যবাদ জানাচ্ছি।আমি জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন আর শুধু স্বপ্ন নয়; এখন তা বাস্তব সত্য। প্রকৃতপক্ষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সত্যের বাস্তবায়নই আমাদের দায়িত্ব। আর সে দায়িত্ববোধ থেকেই আমৃত্যু জনগণের সেবা করতে চাই।
তিনি বলেন, আমার জন্মদিনে আমি অসংখ্য মানুষের পক্ষ হতে শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।পরিশেষে তিনি সকলের কাছে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।