নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলার শেখহাটী ইউনিয়নের মহিষখোলা টু পচিশা গ্রামীণ সড়কের প্রায় ২ কিলোমিটার রাস্তা মাটিও বালু দ্বারা নিজেস্ব অর্থায়নে সংস্কার করে দিয়ে প্রশংসায় ভাসছেন সিংগাপুর প্রবাসী জিকো মাহমুদ।
জানা যায়,শেখহাটী ইউনিয়নের মহিষখোলা টু পচিশা রাস্তা টি দীর্ঘদিন যাবত জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দিতো।তাই তিনি নিজ অর্থায়নে মানুষের চরম দূরভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দেন। এর আগেও তিনি আরো কয়েকটি রাস্তা সংস্কার করেন নিজের অর্থায়নে।
তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকেন এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকেন বলে জানা গেছে।
স্থানীয় একাধিক মানুষ বলেন দীর্ঘদিন যাবত আমাদের এই অবহেলিত রাস্তাটি দুই যুগ ধরে কোনো সরকারি বা বেসরকারি অর্থায়নে সংস্কার করা হয়নি। একটু বৃষ্টি হলেই হাটু সমান তলিয়ে যায় রাস্তাটি। কাদা মাটি ও পানির জন্য চলাচল করতে পারেনা এলাকার মানুষ। এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। মানুষ চলাচলের দুর্ভোগের কথা চিন্তা করে মহিষখোলা টু পঁচিশা রাস্তাটি নিজেস্ব অর্থায়নে সংস্কার করে দেন শেখহাটী ইউনিয়নের মহিষখোলা গ্রামের কৃতি সন্তান সিংগাপুর প্রবাসী জিকো মাহমুদ। আমরা গ্রামবাসী জিকো মাহমুদ ও তার পরিবারের সু-সাস্থ ও তার প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি।জিকো মাহমুদ বলেন, আমি ভবিষ্যতে যে কোন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করব এবং সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি আরোও বলেন আমি শেখহাটী ইউনিয়নের জনগণের সেবা করতে চাই। তিনি শেখহাটী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।