রবিউল হক বাবু,ফুলপুর প্রতিনিধি।। ময়মনসিংহ জেলাধীন ফুলপুর উপজেলা ১০ নং বওলা ইউনিয়ন বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত দাতা সদস্য, আওয়ামী লীগের বওলার সরকার বাড়ির কান্ডারী আওয়ামী পরিবারের বিশিষ্টজনের একজন মরহুম আহম্মদ আলী সরকারের সহধর্মিণী, হাবিবুর রহমান হাবিব ও আব্দুর রহমান সরকারে মাতা এবং বওলা বি এস এফ সংগঠনের সভাপতি রবিউল হক বাবু সরকারের চাচাতো দাদি মারেজার মা, মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ ১৩/০২/২০২২ ইং রোজ রবিবার বিকেল ৪ঃ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ওনার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে দাদির বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছরের বেশি। বওলা ইউনিয়ন বওলা সরকার বাড়ির নিজ গ্রামের বাড়ীতেই থাকতেন মারেজার মা। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। স্বামীর মৃত্যু হয়েছিলো ১৩ বছর আগে। এরপর তিনিই সংসারে দায়িত্বভার নিয়ে দুই ছেলের সঙ্গে বসবাস করেছেন।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ( দাদির) মৃত্যুর বিষয়টি জানিয়েছেন বি এস এফ সংগঠনের সভাপতি রবিউল হক বাবু ফুলপুর প্রতিনিধি। তিনি বলেন, আপনার আদর স্নেহ ভালোবাসার কথা সব সময় আমার মনে থাকবে হে শুভাকাঙ্ক্ষী বন্ধুবর দাদু। মহান আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
মারজের মা মৃত্যুতে শোকাভিভূত হলেন সরকার বাড়ির আওয়ামী পরিবার সহ বওলা ইউনিয়ন বাসী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।