বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন নিঃস্বার্থ মানবকল্যাণ ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ধনকুড়া উত্তরপাড়া বালুর মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৫নং নাসিনগর সদর ইউপি,চেয়ারম্যান পুতুল রানী দাস। নিঃস্বার্থ মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মো. শাহিন মিয়ার সভাপতিত্বে ও নিঃস্বার্থ মানব কল্যাণ ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুরাইয়া বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো.সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির আশুগঞ্জ ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো.বাবুল সিকদার,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো.বকুল হোসেন খান,ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সহ- যুব বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান ভুইয়া। এসময় নিঃস্বার্থ মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ ও মহিলা সম্পাদিকা মোছাঃ নিঝুম আক্তার, আব্দুল হাই, মধু মিয়া, ইসমাঈল হোসেন, সুহরাফ হোসেন, মিরাদী হুজুর, নাসির উদ্দিন,প্রিন্স বোরহান,মোঃ নূরে আলম,শাহজাহান মিয়া,মনিরুল ইসলাম, পারভেজ মোল্লা সহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।