স্বপ্না চক্রবর্তী, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি: শেরপুর নালিতাবাড়ী সীমান্তবর্তী অবৈধভাবে আনা ৬ বস্তা ভারতীয় থান কাপড়সহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
৩১ মার্চ(রবিবার) রাত সাড়ে এগারোটায় উপজেলার মায়াঘাসি এলাকা থেকে ৬ বস্তায় ৪৫ পিছ থান কাপড়সহ কুরবান আলী(৫৫) নামের একজনকে আটক করা হয়।আটককৃত কুরবান আলী মায়াঘাসি এলাকার প্রয়াত রহিম উদ্দীনের পুত্র।
জব্দকৃত কাপড়ের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২৮ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে ওসি মনিরুল আলম ভূইয়া জানান, গত রবিবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল তল্লাসি চালিয়ে এই চোরাই পথে আনা ৬ বস্তা ভারতীয় কাপড়সহ কুরবানকে আটক করা হয়। পরে আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।