নকলা (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নকলায় শেকড় পাবলিক স্কুল এর শুভ উদ্বোধন করা হয়েছে।০৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার নামাকৈয়াকুড়ি হাই স্কুল মোড়ের ১০০ গজ দক্ষিনে অবস্থিত শেকড় পাবলিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার মো: তৈয়বুর রহমান।অনুষ্ঠান উদ্বোধন এবং মধ্যমণি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ৬ নং পাঠাকাটা ইউনিয়নের জনতার চেয়ারম্যান মো: মোবারক হোসেন মিন্টু।প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর ছেলে লুৎফর রহমান লিখন। আরো বক্তব্য রাখেন মো: মকবুল হোসেন, পাঁচকাহনিয়া আলিম মাদরাসার অবসসরপ্রাপ্ত অফিস সহকারী আ: লতিফ।এসময় পাঠাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জজ মিয়া, শেকড় পাবলিক স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক এ এম ফিরোজ, প্রধান শিক্ষক ফররুখ আহম্মেদ সুমন, সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসী জুই, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সুমাইয়া আক্তার, রোমানা আক্তার, এলাকার গুণীজন, ভর্তিকৃত শিক্ষার্থী,অভিভাবকগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু স্কুলের প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি স্কুলের পাশে থাকার আশ্বাস দেন। সেই সাথে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান লিখন বলেন, শেকড় পাবলিক স্কুলের অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই, স্কুল ড্রেস কিনে দিয়ে পাশে থাকার নিশ্চয়তা দেন। শেকড় পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক এ এম ফিরোজ বলেন, আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আমি বন্ধ পরিকর।শিফট আকারে স্কুলের ক্লাস চলমান থাকবে সকাল ৮ টা থেকে ১১.২০ পর্যন্ত ৩য় থেকে ৪র্থ শ্রেণি, দুপুর ২ টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত প্লে থেকে ২য় শ্রেণি পর্যন্ত এবং কোচিং শাখা সন্ধ্যা ৫.৩০ মিনিট থেকে রাত ৮.৫০ মিনিট পর্যন্ত ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।