মো: ফিরোজ উদ্দিন, নকলা,শেরপুর: শেরপুরের নকলা জালালপুর গ্রামের গ্রামের মৃত আবু বক্কর ছেলে রহিম ড্রাইভার( ৪৫) লাশ ৬ নং পাঠাকাঠা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি গ্রাম শশুর বাড়ি থেকে উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। বৃদ্ধা দাদি আমিরনর আহাজারি। আমিরন(১০৩)রহিম ড্রাইভারকে শিশুকাল থেকেই লালন করেছে।নকলা থানার অফিসার ইনচার্জ আ: কাদির বলেন, মোঃ রহিম (৪০) পিতা – মৃত হাবিল মিয়া, সাং জালালপুর, থানা নকলা, জেলা শেরপুর। একজন ট্রাক ডাইভার। ঢাকায় ন্যাশনাল পলিমার কোম্পানির গাড়ী চালাত। গত পাঁচ ছয় মাস পূর্বে স্ট্রোক করে। তারপর আর গাড়ী চালায় না এবং ঢাকা শহরের চেরাগ আলীতে বাস করে। তার স্ত্রী নাছিমা। তাছলি গার্মেন্টসে চাকরি করে সংসার চালায়। তার শ্বশুরবাড়ি নকলা থানাধীন পাঠাকাটা ইউনিয়নের নামা কোয়াকুড়ী গ্রামে। অদ্য রাত ০২.০০ ঘটিকা হতে ০৩.০০ ঘটিকার মধ্যে শ্বশুর বাড়ির পাশে কড়ইগাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঈদের দিন রাত বারোটার সময় রহিম শ্বশুরবাড়িতে আসে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে । শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নাই। আমি নিজেই ঘটনাস্থলে । ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে স্যার। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।