ধোবাউড়া থেকে রুবেল মিয়া।। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে করে দেশের উন্নয়ন এবং মানুষের সেবাই অগ্রনী ভূমিকা রাখতে পারে-মাননীয় সংসদ জুয়েল আরেং এমপি। আগামী ১৩ই ফেব্রুয়ারী ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে আজ ধোবাউড়ায় পর্যবেক্ষনে আসেন ময়মনসিংহ-১হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সাংসদ মিঃ জুয়েল আরেং। আজ শুক্রবার বিকালে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে সম্মেলন সফল করার লক্ষে সম্মেলন স্থান পরিদর্শন শেষে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের কার্যক্রম পরিচালনা করা হবে যাতে তারা দেশের উন্নয়ন এবং মানুষের সেবাই অগ্রনী ভূমিকা রাখতে পারে।এসময় ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।