রুবেল মিয়া,ধোবাউড়া প্রতিনিধি।।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন কে ফুলের শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। ফৌজিয়া নাজনীন এর আগে উনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। ৭ফ্রেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান দাপ্তরিক সকল দায়িত্বভার বুঝিয়ে দেন। সদ্য বিদায়ী ইউএনও রাফিকুজ্জামান ধোবাউড়া উপজেলায় দীর্ঘ তিন বছরের অধিক সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনের আঞ্চলিক প্রধান হিসেবে যোগদান করবেন বলে জানা। অনুষ্ঠানে বিভিন্ন , প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন