ধোবাড়া থেকে রুবেল।। ধোবাউড়া বাঘবেড় ইউনিয়ন জিগাতলা চক্রনা গ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে রেখেছে। স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় জিগাতলা গ্রামের রিপন মিয়ার বড় ছেলে আকাশ মিয়া (১৮) সাইকেলে করে মুন্সিরহাট বাজারে যাওয়ায় পথে বাজার থেকে আসা যাত্রীবাহী অটোর সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। এরপর ময়মনসিংহ নেওয়ার পথে আকাশ মিয়া মারা যায়। জানা যায়, নিহত আকাশ মিয়া দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসী বালিগাও টু এরশাদবাজার রাস্তা অবরোধ করে গাড়ি চলাচলে বাঁধা দেয়। এ সময় ধোবাউড়া থানা উপ-পুলিশ পরিদর্শক সাইকুল ইসলাম এসে রাস্তায় গাড়ী চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।