রুবেল ধোবাইড়া প্রতিনিধিঃ।। ধোবাউড়া সরকারী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আঃ মোতালিব আকন্দকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ সকালে কলেজ হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। বাংলা প্রভাষক পল্লব সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ আঃ মোতালিব আকন্দ, সদ্য বিদায়ী সহকারী অধ্যাপক আশিষ হুড়,আজহারুল ইসলাম কাজল,প্রভাষক ( ইতিহাস) আঃ হালিম তালুকদার প্রমূখ।অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আঃ মোতালিব আকন্দ,সহকারী অধ্যাপক আশিষ হুড় এবং আজহারুল ইসলাম কাজলকে ফুলেল শুভেচ্ছা এবং উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য যে,আঃ মোতালিব আকন্দ ৫ বৎসর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে কলেজ প্রতিষ্ঠাকালীণ সময়ে প্রভাষক হিসেবে চাকরীজীবন শুরু করেন। পরে সহকারী অধ্যাপক এবং উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।আজই চাকরী জিবনের শেষ দিন। তিনি জৈষ্ঠ ব্যাক্তিদের কাছে মোতালেব স্যার এবং কনিষ্ঠদের কাছে আকন্দ স্যার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথেও জড়িত রয়েছেন তিনি।উপজেলা আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত।