ধোবাউড়া থেকে রুবেল মিয়া।। ময়মনসিংহের ধোবাউড়ায় উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে ০৯মে সোমবার ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাদের সাথে ভূমিহীন ও গৃহহীনদের জরিপ বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল ফজল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ টিপু সুলতান
ধোবাউড়া সরকারী আর্দশ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল কাসেম সরকার, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টটুন, মঞ্জুরুল হক, ট্রাইবাল চেয়ারম্যান এডওয়াক নাফাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জল, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।