রুবেল মিয়া ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় বড়দিন উদযাপন উপলক্ষে থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় থানা চত্বরে অফিসার ইনচার্জ আবুল কালামের সভাপতিত্বে পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনের সঞ্চালনায় উপজেলার মোট ৮৬টি গীর্জার প্রধানদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোশিয়েশনের সাধারন সম্পাদক এক্সিভিশন বনোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, মনসাপাড়া স্কুল এ্যন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল বিশ্বজিৎ রেমা, ভালুকাপাড়া সার্চের সাধারন সম্পাদক লিলিয়াম পাঠাং প্রমুখ।