রুবেল মিয়া,ধোবাউড়া প্রতিনিধি।। বাউড়ায় ঘোষগাও স্কুল মাঠে প্রয়াত আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঘোষগাও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। ফাইনাল খেলাটি ধোবাউড়া সদর একাদশ বনাম দড়িপাড়া একাদশ এর মধ্য অনুষ্ঠিত হয়। দড়িপাড়া একদশ ২-১ গোলে ধোবাউড়া সদর একাদশকে পরাজিত করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঘোঁষগাও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ঘোষগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, উপেজলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।