ধোবাউড়া থেকে রুবেল।। ধোবাউড়া উপজেলার নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৪৩,২৮০০০/- টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা এবং সেভেন ওয়েল নেত্রকোনা ব্যাটালিয়ন(৩১ বিজিবি) জব্দ করেছে। ২৩ ফেব্রুয়ারী রাত তিনটায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে অবস্থিত মুন্সিপাড়া বিওপি থেকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া, পি এসসির নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় একটি পিক-আপ ও মোটরসাইকেলসহ ভারতীয় শাড়ী- ১৯০ পিস, লেহেঙ্গা – ৩৫০ পিস এবং সেভেন ওয়েল-২৫০ পিস জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য-৪৩,২৮০০০/-(তেতাল্লিশ লক্ষ আঠাশ হাজার) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।
এবিষয়ে জানতে চাইলে ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া বলেন আমি রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি মুন্সিপাড়া বিওপির নায়ক সুবেদার মোঃ জহির উদ্দিন বাবরকে জানায় এবং তার নির্দেশে টহলে গিয়ে এসমস্ত মালামাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি।