ধোবাড়া থেকে রুবেল মিয়া।। ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা অটো-টেম্পু, সিএনজি ও মাহিন্দ্র শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন পদে নবনির্বাচিত ১০জন নেতাকে শপথ পাঠ করান উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, নির্বাচন কমিশনার বরকত উসমান, নির্বাচন কমিশনার ফসর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবি সিদ্দিকসহ বিভিন্ন রোড কমিটির নেতৃবৃন্দ এবং মাস্টারবৃন্দ উপস্থিত ছিলেন