রুবেল মিয়া, ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহ ধোবাউড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে দোকানের ভেতরে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেছে
দন্তচিকিৎসক ইন্নছ আলী(৬০) এঘটনায় শিশুটির মা মর্জিনা আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
শিশুটির পরিবারের অভিযোগ সৃত্রে জানা গেছে উপজেলার গোয়াতলা ইউনিয়ন বাজারের চা বিক্রেতা
ছাইদুলের মেয়েটি গোয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনারদিন বিকালে মেয়েটি তরকারি আনার জন্য বাজারে তার বাবার চায়ের দোকানে যায়, তরকারি নিয়ে সেখান থেকে সন্ধ্যার
দিগে বাড়ির উদ্দেশ্যে রৌওনা হইয়া (তন্তচিকিৎসক)
ইন্নছ আলীর দোকানের সামনে আসলে কৌশলে ডেকে দোকানে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে কাউকে যাথে না বলে ৩০টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে
ধোবাউড়া থানা (তদন্ত ওসি)) জালাল উদ্দীন বলেন,মেয়েটি প্রথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।