রুবেল মিয়া,ধোবাউড়া প্রতিনিধিঃ য়মনসিংহের ধোবাউড়ায় গোয়াতলা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা প্রায় ১ শতাধিক ভ্রাম্যমান দোকান-পাট উচ্ছেদ করা হয়েছে।
আর এই অভিযানে গোয়াতলা বাজার অনেকটাই দখল মুক্ত হয়েছে। ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াতলা বাজরে বাস ষ্টেশন সংলগ্ন এবং বাজারে ভিতরের রাস্তার দু-পাশে দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভ্রাম্যমান দোকান-পাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছে একটি মহল।
আর সরকারী জায়গা দখল ও দোকানপাট বসানো সুযোগ করে দিয়ে দোকানদারদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেলো একটি চক্র।
কিন্তু এসব ভ্রাম্যমান দোকানের জন্য ওই গোয়াতলা বাজারের ভিতরের প্রতিটি রাস্তায় প্রতিনিয়ত’ই যানজট লেগে থাকতো। মানুষের পায়ে হেটে চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হতো।
এছাড়াও গোয়াতলা বাজারে সরকারি জায়গায় আর কোন দোকানপাট না বসানোর জন্যও নির্দেশ দেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটুন।