ধোবাউড়া থেকে রুবেল মিয়া।। এক কোটি মানুষকে টিকাদানের লক্ষামাত্রা নির্ধারণ করে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ধেবাউড়ায় জরুরী গণটিকাদান কর্মসূচির আওতায় সকল শ্রেণি পেশার মানুষকে করোনা ভাইরাস কোভিড-১৯ ও ওমিক্রন প্রতিরোধে টিকা প্রদান করা হয়। উপজেলার ৭ টি ইউনিয়নে ২১ টি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে টিকা প্রদান কার্যক্রম চলে। শনিবার সকালে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করে ৭ টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে টিকাদান করা হচ্ছে। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সচিবের সার্বিক তত্বাবধানে চলছে টিকাদান কার্যক্রম।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন জানান,প্রতিটি ইউনিয়নে ৩ হাজার করে মোট ২১ হাজার মানুষকে টিকাদানের লক্ষমাত্রা রয়েছে।