ধোবাউড়া প্রতিনিধি।। ময়মনসিংহের ধোবাউড়ায় আদর্শ ডিগ্রি কলেজ চত্বরে নবনির্মিত চারতলা আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে এ ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং ।এ উপলক্ষে কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল কাশেম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডেবিড রানা চিসিম,উপজেলা নির্বাহি কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসাইন,সাধারণ সম্পাদক প্রিয়তোষ চন্দ্র বিশ্বাস,কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব তালুকদার,সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মোতালিব আকন্দ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন,ধোবাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ,সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল প্রমূখ।