রুবেল মিয়া,ধোবাড়া প্রতিনিধিঃ বাউড়ায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে অফিসার্স ক্লাবে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।তাছাড়াও এসময় বিদায়ী কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সকল সদস্য বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মানা ক্রেস্ট প্রদান করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান সেলিমা খাতুন,বিদায়ী অতিথি’র সহধর্মিনী ডাঃ রওশন জাহান নাসরিন, সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা জান্নাত,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জল,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জহির উদ্দিন,কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ গৌরভ মিত্র প্লাবনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুধিমহল।