ধোবাউড়া থেকে রুবেল।।ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাংগাটি থেকে রঘুরামপুর বাজার পর্যন্ত পাকা রাস্তার কাজ আজ বৃহস্পতিবার সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং এর নির্দেশে পরিদর্শন করেন জননন্দিত উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন,গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির ইসলাম তালুকদার টুটন, সাথে ছিলেন উপজেলা প্রকৌশলীর কার্যালয় ধোবাউড়া কর্মকর্ত আবু বক্কর সিদ্দিক, উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম ,এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ আলতাফ হোসেন জজ মিয়া। এই রাস্তাটি বেহাল অবস্থায় ছিল বর্তমানে পাকা রাস্তা কাজ করলে জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি যাতায়াতের জন্য উপযোগী হবে। রাস্তাটি করে দেওয়ায় স্থানীয় এলাকাবাসি হালুয়াঘাট-ধোবাউড়া মাননীয় সংসদ জুয়েল আরেং মহোদয় কে উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাস্তাটি পরিদর্শনকালে অচিরেই বাকি রাস্তার কাজ করা হবে বলে স্থানীয় এলাকাবাসীকে আশ্বস্ত করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৫নং গোয়াতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।