স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ফুলপুরে ২ জানুয়ারি রবিবার বিকাল ৪টায় ফুলপুর প্রেসক্লাবে দৈনিক আমাদের ফুলপুর অনলাইন নিউজ পোর্টাল এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবি ও দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা মন্ডলী জনাব এডভোকেট আবু বকর সিদ্দিক (বাবুল খান)।
হংকং প্রবাসী সোশ্যাল এক্টিভিস্ট সাজেদ সিফাত এর সম্পাদনায় নিউজ পোর্টালটি সাংবাদিক সেলিম রানা নির্বাহী সম্পাদক ও তপু রায়হান রাব্বি বার্তা সম্পাদক,পূষ্ঠপোষক রুবেল মিয়া, আন্তর্জাতিক বিয়ষ সম্পাদক রানা শেখ হিসেবে এক ঝাঁক নবীন প্রবীণ সংবাদকর্মী সমন্বয়ে যাত্রা শুরু করেছে বলে বক্তারা জানান।
অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে ফুলপুরের গন মানুষের মুখপত্র হিসেবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা মন্ডলী মোঃ হৃদি মোতালেব, দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার সহ-সম্পাদক মোঃ কারী সুলতান আহমেদ, নির্বাহী সম্পাদক সেলিম রানা, ব্যবস্থাপনা সম্পাদক : এস.এম হোসেন আলী, বার্তা সম্পাদক তপু রায়হান রাব্বি, প্রধান পূষ্ঠপোষক মোঃ রুবেল মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ-সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফকির, সাংবাদিক মোঃ দুলাল, গোলাম মোস্তফা, বাহার উদ্দিন, রবিউল হক বাবু প্রমুখ।