মোহাম্মদ বিপ্লব সরকার: দেশীয় অস্ত্রসহ আল আমীন একাডেমী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আহাদুল ইসলাম পাটোয়ারী কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
জানাযায়, আশিকাটি ইউনিয়নের সেনগাও গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা মোঃ জাহাঙ্গীর পাটোয়ারী ছেলে আল-আমীন একাডেমী স্কুল এন্ড কলেজের ১০ ম শ্রেণীর ছাত্র আহাদুল ইসলাম সোমবার দুপুরে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সন্মুখে গিয়ে স্হানীয় কিশোরদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
এক পর্যায়ে আহাদুল ইসলাম উওেজিত বাড়িতে গিয়ে দেশীয় ২টি কিরিচ হাতে নিয়ে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এসে ঐ কিশোরদের ডাক চিৎকার দিয়ে খুঁজতে থাকে। এক খবর টি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কানে পৌঁছা মাত্র বেশকজন শিক্ষকসহ দৌড়ে গিয়ে দেশীয় অস্ত্রসহ উক্ত আহাদুল ইসলাম কে আটক করে। পরে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী অস্ত্রসহ কিশোর কে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রশীদকে বিষয়টি অবহিত করে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের নির্দেশে এ এস আই আঃ মোতালেব ঘটনাস্হলে গিয়ে অস্ত্রসহ কিশোর কে মডেল থানায় নিয়ে আসে।
এবিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, এই বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।