সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাধঘাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত একাধিক যাত্রীরা জানান, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বাধঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা মায়ের দোয়া পরিবহনের সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নেন।
পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিকা মল্লিক বলেন, আহত ২০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই চালকরা পালিয়ে গেছে। বাস দুটিকে আটক করা হয়েছে।