সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী দশমিনায় দুই কেজি গাজাসহ এক জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত ৯টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। আটককৃত রাসেল(৩৮) দক্ষিন আদমপুর গ্রামের মৃত রুস্তুম আলী মৃধার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ রাসেলকে আটক করে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাসেলকে তার নিজ এলাকা থেকে দুই কেজি গাজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।