1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরের গর্ব আব্দুল্লাহ আল মাসুম কুরআনের আলোয় আলোকিত হলো ফুলপুর, উজ্জ্বল বাংলাদেশের মুখ মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নির্বাচিত এ.কে.এম. আজাদকে ফুলের শুভেচ্ছা বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা ফুলপুরে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে রাস্তা মেরামত  ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়নে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিক্সা প্রতীকের জনসভা অনুষ্ঠিত রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ৫ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী ফুলপুরে বালিয়া বাজারে তারেক রহমানের ৩১ দফার দাবিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা বালিখা বাজারে তারেক রহমানের ৩১ দফার দাবিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা

দিন বদলের ডাক মেসির

Reporter Name

 

ক্লাবের সম্মানের জন্য লড়ার কথা বলেছিলেন লুইস সুয়ারেজ। রিয়াল মাদ্রিদের শিরোপা জেতা প্রায় নিশ্চিত দেখে অন্তত নিজেদের দুই ম্যাচ জিতে মাথা উঁচু করে শেষ করতে চেয়েছিলেন লিগ। কিন্তু সেটা আর হলো কই? ঘরের মাঠেই হেরে বসেছে বার্সেলোনা। ওসাসুনার কাছে ২-১ গোলে হারের পর তাই বদলের ডাক দিয়েছেন লিওনেল মেসি।
এমনভাবে লিগ হাতছাড়া হওয়ার হতাশা লুকানোর কোনো চেষ্টা করেননি দলটির সেরা তারকা, ‘মৌসুমটা এভাবে শেষ হোক আমরা চাইনি, কিন্তু এটা দেখিয়ে দিল এ মৌসুম কেমন গেছে। আমরা বারবার ভুল করেছি, খুবই দুর্বল ছিলাম, কোনো একাগ্রতা ছিল না। অনেক পয়েন্ট হারিয়েছি। এই ম্যাচটা পুরো মৌসুমের সারাংশ।’ এরপর ক্লাবে বদলের ডাক দিয়েছেন মেসি। শুধু খেলা বা খেলোয়াড় নয়, ক্লাব সংশ্লিষ্ট সবকিছুতেই পরিবর্তন চান মেসি, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। খেলোয়াড়দের তো বটেই, বাকিদেরও। আমরা বার্সেলোনা এবং আমাদের সব জিততে হয়। মাদ্রিদ তাদের কাজ করেছে। বিরতির পর একটা ম্যাচও হারেনি। আমরা ওদের অনেক সাহায্য করেছি। আমরা অনেক পয়েন্ট হারিয়েছি যা হারানো উচিত ছিল না।’
মৌসুম এখনো শেষ হয়নি। এখনো চ্যাম্পিয়নস লিগ জেতার আশা আছে বার্সেলনার। আগস্টে নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ বার্সেলোনার। প্রথম লেগ ড্র করায় মানসিকভাবে এগিয়ে থাকবেন মেসিরা। কিন্তু সবাইকে সতর্ক করে দিয়েছেন অধিনায়ক, ‘যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই, আমাদের অনেক বদলাতে হবে। এভাবে খেললে নাপোলির কাছে হারব। সামনে একটা বিরতি আছে, আশা করি এটা আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার করতে সাহায্য করবে।’
নিজেদের দুর্বলতা ঢেকে ফেলতে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগীতাটিকেই শেষ আশ্রয় মানছেন মেসি। গত কয়েক মৌসুম ধরে ইউরোপে দলের বাজে পারফরম্যান্স ক্লাব সমর্থকদের হতাশ করেছে। এবার সে গল্পটা পাল্টাতে পারলে সবাই লিগের ব্যর্থতা ভুলে যাবে বলেই ধারণা মেসির, ‘জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুব বাজে সময় গেল। আমার মনে হয় চ্যাম্পিয়নস লিগে চারটি ম্যাচ আছে, সেগুলোতে সঠিক ফল পেলে আমরা পুরো মৌসুমের গল্পটাই পাল্টে ফেলতে পারি। ক্লাব সংশ্লিষ্টরা এ মৌসুমে যা হয়েছে তাতেক্ষুব্ধ, এটাই স্বাভাবিক। খেলোয়াড়েরাও এমন। মানুষ সমালোচনা করবেই। রোমা বা লিভারপুলের বিপক্ষে হার সমর্থকদের হতাশ করেছে। মানুষের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা তাদের কিছু উপহার দিতে পারছি না।’
মেসির মতে, এবার যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল, ‘আমি মনে করি, রিয়াল সেটাই করেছে, যেটা তাদের করা দরকার ছিল। বিরতি শেষে লিগ ফের চালু হওয়ার পর তারা খুবই ভালো করেছে। আর হ্যাঁ, আমরাও পয়েন্ট হারিয়েছি, যা আমাদের করা উচিত হয়নি। এই গ্রীষ্মজুড়ে আমাদের আত্ম-সমালোচনা করতে হবে এবং পেছনে ফিরে তাকিয়ে দেখতে হবে আমরা কী কী ভুল করেছি। মৌসুমের দিকে ফিরে তাকিয়ে বলতে হয়, অবশ্যই রিয়ালের এটি (শিরোপা) প্রাপ্য। তবে অন্যান্য দলের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে হবে এবং আমরা কোথায় কোথায় ভুল করেছি তা নিয়ে কাজ করতে হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost