মোঃজাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর খাদ্য শস্য আড়তদার মালিক গ্রুপের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৭ এপ্রিল (শুক্রবার) শহরের চুড়িপট্টিস্থ সম্প্রীতি কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু’র সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন, চেম্বারের পরিচালকবৃন্দ, ট্রাক, ট্যাঙ্কলরী ও কাভার্ড ভ্যান ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আগত অতিথিদের অভ্যর্থনা জানান খাদ্য শস্য আড়তদার মালিক গ্রুপের নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের পূর্বে দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবুল কাসেম সরকার দিনাজপুরী।