মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোন লক্ষ্য হাসিলে আমরা সক্ষম হবো। এ জন্য আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) বেলা ১২টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে তাঁকে এক দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মাঝে বিশেষায়িত আলেম তৈরী হতে হবে। একেকজন আলেম একেকটা মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন।
তিনি আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে অন্তত ২০ জন আলেমকে সংসদে পাঠাতে হবে। তাদের মধ্য হতে যখন ৫/১০ জন মন্ত্রী করতে পারবেন তখন আপনাদের সব ইচ্ছা পূরণ হবে।
উপদেষ্টা খালেদ হোসেন বলেন, আমাদের সমাজে যেসব সামর্থ্যবান ব্যক্তি এখনো হজ্জ পালন করেনি বা করতে পারেনি, তাদেরকে হজ্জ পালনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। আর কাজটি করার দায়িত্ব আলেম-ওলামাদেরকেই নিতে হবে।
ক্বওমি মাদ্রাসার সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির ব্যাপারে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে ক্বওমী সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরকে আরবি ভাষার উপর দক্ষ করে গড়ে তোলার জন্য আলেমদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের আয়োজনে
দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের সভাপতি হযরত আল্লাম শামসুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম ও দিনাজপুর পাটোয়ারী বিজনেস হাউস (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দিনাজপুর চেম্বারের সদস্য আলহাজ্ব শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরতুল আল্লাম মতিউর রহমান কাসেমী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ শরিফুল ইসলাম,
বীরগঞ্জ উপজেলা ক্বওমী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি আব্দুল কাইয়ুম,
দিনাজপুর সংগীত কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মোঃ ফজলুল করিম, বিমিষ্ট আলেম মাওলানা নুর আলম, মাওলানা মুফতি আব্দুর রকিব, মাওলানা শামসুল ইসলাম, মুফতি মোঃ শোয়াইব, মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় পরিদর্শন করেন। পরে সকাল ১০ টায় দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণরত ইমামদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
বিকেলে স্থানীয় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এক রাত মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।