এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৬ষ্ঠ দিনে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২২ মার্চ বিকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাহী অফিসার আক্তারুজ্জামান মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় উপস্থিত সর্বসাধারণের মাঝে মালয়েশিয়ার তৈরি উন্নত মানের দশ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।