এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২৯ মার্চ উপজেলার বৈলরের নুরুর দোকান নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।তার মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার রাশেদুল ইসলাম হল রুমে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও স্থানীয় পর্যায়ের সাংবাদিক বৃন্দ। প্রয়াত ইউএনও রাশেদুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার নামে ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থায়ী ফলক নির্মাণ করার ঘোষণা দেন বর্তমান ইউএনও আক্তারুজ্জামান।