1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাফিজা শারমিন সুমি’র একক সঙ্গীত সন্ধ্যা ” গানে গানে কিছুক্ষণ “ দিনাজপুর-৬ আসনে এমপি শিবলী সাদিকের মনোনয়নপত্র দাখিল ময়মনসিংহে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ফুলবাড়ীতে নিসচা’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটুয়াখালী-৩ আসনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩ হালুয়াঘাটে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে মহা-পরিচালক ঘোড়াঘাটে ট্রাক ভাংচুর বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ৫টি ককটেল উদ্ধার নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তেল গ্যাস বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name

মোহাম্মদ বিল্পব সরকার: তেল গ্যাস বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
এ সভা কোনো আন্দের সভা নয়। এ সভা জাতির জন্য খুবই গুরুত্ব পূর্ন। যে দিন পাকিস্তানি হায়নারা মা বোনসহ সবাইকে হত্যা করছিল ঠিক সেই সময় মেজর জিয়া উর রহমান ঘোষণা দিয়েছিল তোমাদের যে হাতিয়ার আছে তোমরা তা নিয়ে প্রতিহত করো। তিনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি। নিজের ভিতরে শক্তি আনো। আমরা পুরুষ হাতিয়ার নিয়ে দেশ স্বাধীন করেছি। এ চাঁদপুরের মানুষ তারেক রহমানের নির্দেশে সবচেয়ে বেশি আন্দোলন করেছির।জেক্স ফোঁর্সের হাতিয়ার গর্জে উঠোক আরেক বার। পুলিশ আমাদের ভাই তারা অল্প পয়সার চাকুরী করে তাদের কিছু বলোনা। চাঁদপুরে রুই কাতলারা যারা আমাদের ভাইদেন হত্যা করেছে তাদের তালিকা আমাদের কাছে আছে। রাতে ঘুমাতে গেরে ঝিঝি পোকার শব্দ শুনলে মনে হয় বাংলাদেশে আবার দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।অমত্য সেন এ দেশের সন্তান। তিনি বলেছিলেন ৭৪ এর দুর্ভিক্ষ। এদেশ চুরের খনিরপেয়েছে তা তো বিএনপির কথা নয়। বিএনপির জম্ম হয়নি। এ কথা বঙ্গবন্ধুর তিনি বলেছিলেন সাড়ে ৭ কোটি কম্বলের মাধ্যে আমার কম্বল কোথায়। সবাই পেল তেণমলের খনি আর আমি পেলাম চোরের খনি। শেখ হাসিনা বলেছে ১০ টাকা কেজি চাউল খাওয়াবে, কিন্তু আজকে চাউলের দাম কত। তেলে, চাউলসহ সকল নিত্য প্রয়োজনিয় দব্যের মুল্যের উদ্ধগতি কমিয়ে স্হতিশীল করুন। দেশবাসিকে বাঁচান।

বক্তারা বলেন, রক্তের উপর দাঁড়িয়ে আমরা রাজনিতী করছি। আর রাজনিতী নয় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতারিত করবো। চোরেনা শুনে ধর্মের কাহিনী। তারা রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে দব্যমুল্যের উদ্ধগতি করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। আমরা মাঠে সমাবেশ করতে অনুমতি দেয় নাই। বাধ্য হয়ে রাজপথে করতে হয়েছে। যার ফলে শহরে যানজট সৃস্টি হয়েছে। তার জন্য দায়ি প্রশাসন। এদেশের ৯০ ভাগ মানুষ খেটে খাওয়া মানুষ।তার মধ্যে ৮০ ভাগ মানুষ কৃষি কাজ করে জিবীকা নির্বাহ করে থাকে। আর আপনি পরের টাকায় খেয়ে থাকেন তাই গরিবের দুঃখ বুঝেন না।

এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান ও মুনির চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি আবু তাহের পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক সারওয়ার ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক আমানত গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost