সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গ্রামীন জনপদ। গত দু’দিনে দেখা মেলেনি সূর্যের। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিন বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তীব্র শীত ও গুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর উপকূলীয় এলাকায় আরও দুই একদিন বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে এ কর্মকর্তা।