ছালেম বিন নুরঃ কক্সবাজার চকরিয়া মালুমঘাটে পিকআপের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় গ্রেফতার সাইফুলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল রবিবার(১৩ফেব্রুয়ারী) বিকেলে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হোসেন। শুনানি শেষে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হোসেন বলেন, গাড়ির চালকের কোন লাইসেন্স নাই। তারপর গাড়ীর মালিককে ফোন করে জানালেও সাইফুলকে আত্মগোপনের নির্দেশ দিয়ে বড় অপরাধ করেছেন। পিকআপ চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনা দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড খতিয়ে দেখতেই তাঁকে রিমান্ডে নেয়া হয়েছে।
এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, গত (৮ফেব্রুয়ারী) ভোর ৫টার দিকে মালুমঘাট হাসিনা পাড়া এলাকায় সবজি বোঝায় পিকআপের চাপায় একই পরিবারের পাঁচ সহোদর নিহত হন। এতে ঘাতক পিকআপটি জব্দ করলেও আটক করা যায়নি ড্রাইভারকে।
এর পরদিন নিহতদের পরিবার বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাত নামে মামলা করেন।