বাবুল সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর ইউনিয়ন আওয়ামীলীগ। এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার বিকালে তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।এসময় তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়ার সভাপতিত্বে ও তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নাহিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো.আক্তার হোসেন,ইউপি,সদস্য মো. এনামুল হক,তালশহর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ইমুনি ইষ্টিয়ান, প্রযুক্তি সম্পাদক মো.ফরহাদ মিয়া,আওয়ামী লীগ নেতা মাজুল ইসলাম সোহেল,তালশহর ইউনিয়নের যুবলীগের সভাপতি তফসিরুল ইসলাম,নিয়াজ মো.সাইফুল ইসলাম দানা মিয়া প্রমুখ। কেক কাটা শেষে বঙ্গবন্ধুর সপরিবার ও সকল মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়।