আহসান হাবীব,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় “এসো দেশ বদলায়,পৃথিবী বদলায়” নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বইমেলা,পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা সভাপতিত্বে বইমেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
মেলায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরাইয়া,উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন,উপজেলা প্ল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস,তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম স্বপন,প্রেসক্লাব সভাপতি (সিনিয়র সাংবাদিক) নাজমুল হক,
উপজেলা সমন্বয় প্রতিনিধিগণ ও উপজেলার অন্যান্য কর্মকর্তাসহ উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী। উল্লেখ্য:উক্ত মেলায় ৫টি পিঠার স্টল ও ৫ টি বইয়ের স্টল বসে।