রবিউল হক বাবুঃ- ফুলপুর প্রতিনিধি। ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা কলহরি ইটখলা মাঠে ব্যতিক্রমী গ্রামীণ বাংলার আয়োজন ক্রিকেট ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন, বওলা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব বনাম কলিহর সবুজ বাংলা স্পোটিং একাদশ খেলাটি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা দীর্ঘ করোনাকালীন সময়ে ঘরবন্দী থাকা গ্রামবাসীদের বিনোদন দেয়ার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তারাকান্দা গালাগাঁও কলিহর গ্রামীণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
আজ ২২-১২ -২০২১ ইং (বুধবার) দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে যুব স্বেচ্ছাসেবী সংগঠন কলিহর সবুজ বাংলা স্পোটিং একাদশ।
গ্রামীণ ক্রিকেট খেলায় ১৪ ওভারে টসে জিতে ব্যাটিং করে দলীয় কলিহর সবুজ বাংলা স্পোটিং একাদশে ২২৭ রান। ২২৮ রানের প্রতিপক্ষ বওলা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব ব্যাটিং করে ১০০ রানে হেরে আজকে বিজয়ী দল কলিহর সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব পুরস্কার জীতে নিলেন একটি ডেক্সটপ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা ছিলো মোঃ নজরুল ইসলাম চৌধুরী নয়ন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারাকান্দা উপজেলা পরিষদ। ব্যাক্তি সমস্যা কারণে উপস্থিত হতে পারেনি। তবে ওনার প্রতিনিধিত্ববৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় সভাপতিত্ব করেন মোঃ- শাহজাহান মাস্টার সভাপতি ম্যানেজুং কমিটি,বারইপাড়া উচ্চ বিদ্যালয়, উপজেলা। সমন্বয়ক মোঃ জিয়াউল হক জিয়া, উদ্বোধক জনাব আব্দুর রহমান তালুকদার।
আরোও উপস্থিত ছিলেন প্রধান ১০ নং বওলা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট হারুন অর রশীদ বর্তমান চেয়ারম্যান সাহেবের সুযোগ্য পুত্র মাহমুদ হাসান রিগান, বওলা ইউনিয়ন বওলা বি এস এফ সংগঠনের সভাপতি স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক রবিউল হক বাবু সরকার, আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ মোশারফ হোসেন, মোঃ এনামুল হক,মোঃ সোহাগ মিয়া।পরিচালনায়ঃ- মোঃ জাহাঙ্গীর আলম খোকন সহ – সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন,তারকান্দা উপজেলা শাখা,সভাপতি ন্যাশনাল প্রেস সোসাইটি, গণ-মাধ্যম ও মানবাধিকার উন্নয়ন সংস্থা তারাকান্দা ফুলপুর, প্রমুখ।