তারাকান্দা প্রতিনিধিঃ য়মনসিংহের তারাকান্দায় মহিলা মাদ্রাসার এক ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা উম্মে রোমান মহিলা মাদ্রাসার মিজান শাখার ছাত্রী (১৫)গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা যাওয়ার পথে অপহরণ হয়।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একই গ্রামের মো. শহিদ মিয়ার পুত্র আনোয়ার হোসেন (২৮)সহ অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে গতকাল রোববার তারাকান্দা থানা অভিযোগ দায়ের করেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান,অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।