সাগর তালুকদারঃ ময়মনসিংহের তারাকান্দা
উপজেলার বিসকা ইউনিয়নের আমসোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী ভিক্ষুক জুবেদা খাতুনের (৭০) ভিক্ষার টাকার নির্মাণ করা বসত ঘর আগুনে পুড়ে ছাই!
জানাগেছে, গত ৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতের শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ভিক্ষে করে জমানো টাকা বসত ঘরের আসবাপপত্র চাল ডাল সহ সকল কিছু পুড়ে ব্যাপক ক্ষতি হয়। তবে অক্ষত কোরআন শরীফ।
পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কান্নাই ভেঙ্গে পড়েন স্বামী হারা বিধবা জুবেদা খাতুন (৭০)।
পরিবারের ৭ জন সদস্য খোলা আকাশের নিচে রাত্রী জাপন করছে ।
বসত ঘরের আগুন নিবাতে স্থানীয় এলাকাবাসী চেষ্টা করে ব্যর্থ হয়। ভিক্ষুক জুবেদা খাতুন’র (৭০) প্রতি সহানুবতী দেখিয়ে স্থানীয় এলাকাবাসী শুকনো খাবার দিচ্ছেন।
এ ব্যপারে ভিক্ষুক জুবেদা খাতুন জানান, শত চেষ্টা করেও জীবনের শেষ প্রান্তে এসে আমি ভিক্ষা করে আর ঘর নির্মাণ করতে পারবো না বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
সচেতন মহল, ভিক্ষুক জুবেদা খাতুন’র বসত ঘর নির্মাণে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগীতা করার জন্য জোর দাবী জানান।