রাজিব হোসেন,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকনী ও গালাাগাও ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ আজ সোমবার বিকেলে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মরহুম এম শামছুল হক এর কবর জিয়ারত, মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন । জানা গেছে, তারাকান্দা উপজেলার গালাগাও ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মাজেদুল হক স্বাধীন ও কাকনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফ সরকার ও সাধারণ সম্পাদক আল-আমীনের এর নেতৃত্বে নব গঠিত ২ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সরকারি কলেজ জামে মসজিদের পাশে ভাষা সৈনিক ও সাবেক এমপি মরহুম এম শামছুল হক এর কবর জিয়ারত ও মোনাজাত করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল ও সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান রিপন ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ আব্দুল হামিদ খোকন ।