রাজিব হোসেন, তারাকান্দাঃ ময়মনসিংহের তারাকান্দায় যথাযথ মর্যাদায় আজ বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে তারাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,বীর মুক্তিযোদ্ধা আবুল মেতালেব, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাজার জাহাঙ্গীর আলম,চাড়িয়া (বালিকা) উচ্চ বিদ্যালয়ে প্রধান স্কুল শিক্ষক এম.এ হেলিম,তারকান্দা বহুমখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা কামরুন্নাহার প্রমূখ।