রাজিব হোসেন, তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আজ ১৩ এপ্রিল বুধবার বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল বানিহালা উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে ইফতার পূর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় ইউনিয়ন ছাত্রদলের নেতা মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছায়েদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুল হক মন্ডল, যুগ্ম আহ্বায়ক এস.এম আমিনুল ইসলাম,শাহজাহান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি,যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন,শফি মন্ডল,মোবারক হোসেন,মাজেদুল,ফাহিম,পিয়াস,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির,মুন্তাছির রহমান,উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার সহ অন্যান্যরা।