নিজেস্ব প্রতিবেদকঃ এই প্রথম ময়মনসিংহের তারাকান্দায় নবনির্মিত ৫০শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভবন আনুষ্ঠানিকভাবে ১৯ই ফেব্রুয়ারী রোজ শনিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজাবে রহমত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরল ইসলাম নয়ন, ফুলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল মান্নান।