ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহের তারাকান্দায় সাব রেজিষ্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখকদের কক্ষে হামলায় তিনজন আহত হয়েছে । জানা গেছে.তারাকান্দা এস.আর অফিসের দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহীন আলমের ছোট ভাই তুহীন আলম গতকাল বৃহস্পতিবার)(১০ মার্চ) তারাকান্দা সোনালী ব্যাংকে চালান জমা দেয়ার কালে দলিল লেখক শফিক সরকারের সহকারী এনামুল হকের কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে দুপুর অনুমান ২টায় এনামুল হকের নেতৃত্বে ৭/৮জন বহিরাগত লাটিসোটা নিয়ে দলিল লেখকদের কক্ষে প্রবেশ করে তুহিন আলমকে (৩০)মারধর করে থাকে।এ সময় তুহিন আলমের ছোট ভাই সোহিন আলম (২০)ফিরাইতে আসলে তাকে মারধর করে গুরুত্বর আহত করে। এ বিষয়ে তারাকান্দা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি বিল্লাল হোসেন সরকার বলেন,এনামুল ও তার৭/ ৮ জনের গ্যাং দেশীয় অস্র সহ অতর্কিত আক্রমণ করে । এতে আমি সহ ৩ জন আহত হয়েছি । গুরুতর আহত সুহিন আলম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই হামলাই পঞ্চাশ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয় । এই হামলার ফলে দলিল লেখক সমিতি অফিসে চেয়ার টেবিল ভাংচুর করা হয় । আমরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি । এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে আমিনুল ইসলাম গেন্দা নামরে এক জনকে পুলিশ আটক করেছে।