রাজিব হোসেন,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী উপমহাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারাকান্দা উপজেলা যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকেলে তারাকান্দা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তারাকান্দা উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বিপ্লব হোসেন চৌধুরীর সঞ্চালনাায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে পরিচালনা করেন,তারাকান্দা থানা জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ জহিরুল হক।