তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: “মুজিববর্ষে সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থপনা বিভাগ এর আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি,তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদিপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক কাজিম উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার আবু বকর সিদ্দিক,বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুতালেব সরকার প্রমূখ। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পরিষদ প্রাঙ্গনে এক র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় ফুলপুরের ফায়ার সার্ভিসের একটি টিম অগ্নিনির্বাপন বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত হয়।