রাজিব হোসেন,তারাকান্দা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারা দেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য ভূমি ও বাড়ি উপহার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের মানবিকও উদ্বোধন করেছেন তিনি। এ সময় তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় উপকার ভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনূভুতি শোনেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের অনুষ্ঠানে তারাকান্দা থানা প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি এ মাধ্যমে অনুষ্ঠানে অংশ গ্রহন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা আ.লীগের সভাপতি প্রদীপ চক্রবর্ত্তী রনু ঠাকুর, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আ.লীগের সহ সভাপতি মোজ্জমেল হক, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, ওসি তদন্ত মাজহারুল আনোয়ার, ইউপি চেয়ারম্যান মোঃ খালেক তালুকদার প্রমূখ।