রিপোর্ট-হৃদি মোতালেব।। ২৬ ডিসেম্বর/২০২১ তারিখে অনুষ্ঠিত তারাকান্দা উপজেলার ইউপি নির্বাচনের উত্তাপ এখন পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার বালিয়া বাজারেও ছড়াচ্ছে ব্যাপক ভাবে।কয়েক পশলা চলছে ধাওয়া পাল্টা ধাওয়া।মূলতঃ তারাকান্দার ৬ নং ঢাকুয়া ইউপির ভালকী নালপাড়া এবং বড় ভালকী ভোট কেন্দ্রে ২৬ তারিখে সংগঠিত ভোট কারচুপির অভিযোগে সৃষ্ট মারামারির জের ধরেই চলছে সহিংসতা।জানা যায়,গত ২৮ ডিসেম্বর বিকালে বালিয়া বাজারে সাইফুল সরকার নামে একজনকে পিটিয়ে আহত করে ক্ষিপ্ত ভোটার ও প্রতিবাদী আমজনতা।
উক্ত নির্বাচনে ভোট দানে ব্যর্থ অভিযোগকারীরা জানান,ঐ দিন নির্বাচনী কারচুপির নাটের গুরু ছিলো এই সাইফুল গং।গনরোষে গন পিটুনিতে পায়খানা প্রশ্রাব করে ব্যাপক হাস্য রসাত্মক পরিবেশের সৃষ্টি হয় বলে বাজারের ব্যবসায়ীরা এ প্রতিনিধিকে জানায়।
পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।