তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্মদিন ময়মনসিংহের তারাকান্দায় নানান কর্মসূচীর মধ্যমে পালিত হয়েছে। জানা গেছে, রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে তারাকান্দা উপজেলা সদরের দক্ষিণ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল,বিকেলে চান্দপুর ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট ও বিসকা ইউনিয়নে জন্মদিন উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পৃথক পৃথক কর্মসূচী গুলো উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েতউল্লাহ কালাম,সদস্য আব্দুল হেকিম মন্ডল,আব্দুস সালাম তালুকদার ও কাজি আব্দুল বাতেন,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।