তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: আ:লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্ব বিক্ষোভ মিছিল টি তারাকান্দা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পড়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বক্তব্যে বলেন,ফুলপুর-তারাকান্দায়,দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যক্তির কোন প্রকার কর্মসূচি হবে না। নেতা কর্মিদের সজাগ থাকতে হবে,কোন এলাকায় কর্মসূচি হলে তার জবাব দিতে হবে নেতা কর্মিদের। তাই গ্রামে ও বাজারে পাহারা দিতে হবে আপনাদের। এ সময় আ.লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে নেতাকর্মীর প্রস্তুত বলে স্লোগান দেন উপস্থিত নেতৃবৃন্দ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,কাজি আব্দুল বাতেন,শামছুল হুদা,শামিম তালুকদার,ইবনে কাশেম মাষ্টার,আসাদুল্লাহ আসাদ,রাকিব তালুকদার,এড. নজরুল ইসলাম ইসমাঈল,অবসর প্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক,তারাকান্দা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক আসাদুল হক মন্ডল,আবুল কালাম আজাদ ও আমিনুল ইসলাম,উপজেলা ওলামা দলের আহবায়ক আতিকুল ইসলাম,ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।